লি কুয়ানের শেষকৃত্য, লাখো মানুষের ঢল
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
আধুনিক সিঙ্গাপুরের রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত লি কুয়ান ইউকের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে থেকেই তাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নেওয়া হয়েছিল। রোববার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টায় পার্লামেন্ট হাউস থেকে লি কুয়ানের কফিন ইউনিভার্সিটি কালচারাল সেন্টারের উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে শুরু হয় এই আনুষ্ঠানিকতা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, প্রয়াত এই নেতার শেষকৃত্যে বিশ্ব নেতারাসহ সিঙ্গাপুরের হাজারো মানুষ অংশ নেন।
বৃষ্টি উপেক্ষা করে নেমেছে লাখো মানুষের ঢল নামে। ছাতা ও রেইন কোট পরে জাতীয় পতাকা হাতে নিয়ে রাজধানীতে লাইনে দাঁড়িয়েছে দেশটির লাখ লাখ সাধারণ মানুষ।
এই অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট, প্রমুখ অংশ নেবেন বলে জানা গেছে।
শেষকৃত্যানুষ্ঠান শেষে লি কুয়ান ইউয়ের মরদেহ মান্দাই শ্মশানঘাটে নেওয়া হবে পারিবারিকভাবে দাহ করার জন্য।
গত সোমবার ৯১ বছর বয়সী লি কুয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৩১ বছর সিঙ্গাপুরের সরকারপ্রধান ছিলেন। তাঁর শাসনামলে দেশটি দরিদ্র ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত এবং মালয়েশিয়া থেকে আলাদা হয়ে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত হয়।
প্রতিক্ষণ/এডি/রাজু