পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

earthপাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার সকালে অস্ট্রেলিয়া মহাদেশের ওশেনিয়ান অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর-পূর্ব উপকূলের রাবুল শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

এ ঘটনায় দেশটির সমুদ্র উপকূল ও সলোমান দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

প্রথমে এর মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ। পরবর্তী সময়ে এর মাত্রা কমে ৭ দশমিক ৫ এ আসে বলে উল্লেখ করা হয়েছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের আঘাতের পর হাওয়াইয়ের মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে পাপুয়া নিউগিনি ও সলোমান দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, সমুদ্র উপকূলের প্রায় ১০০০ কিলোমিটার এলাকাজুড়ে বড় ঢেউয়ের (সুনামি) সৃষ্টি হতে পারে।

উপকূলের প্রায় ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এর বেশ কিছুক্ষণ আগে ওই এলাকায় ৫ দশমিক ৭ ও ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পটি আঘাত হানার পর বেশিরভাগ ঘর-বাড়িই কাঁপছিল। প্রায় ৫ মিনিট সময় ধরে ভূমিকম্পের প্রভাব বজায় থাকে বলে উল্লেখ করেছেন অনেকে। সুত্র: আলজাজিরার।

প্রতিক্ষণ/এডি/জেসমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G