ইয়েমেনে বিদ্রোহীদের তৎপরতায় বাংলাদেশের নিন্দা

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষন ডট কম.

150322111109ইয়েমেনের নির্বাচিত সরকার আবদো রাব্বো মানসুর হাদির বিরুদ্ধে  শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের তৎপরতার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন ‘বৈধ সরকারের’ বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। দেশটির জনগণের ওপর হুথি বিদ্রোহীদের সহিংসতা সেখানে মানবিক বিপর্যয় ডেকে আনছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এদিকে ইয়েমেনে বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জনগণের আকাঙ্খা বজায় রাখতে সৌদি আরবের পক্ষ থেকে যে প্রচেষ্টা চালানো হচ্ছে তার প্রতিও বাংলাদেশের সমর্থন রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন, জাতীয় সংলাপ ও গালফ করপোরেশন কাউন্সিল ফ্রেমওয়ার্ক অনুযায়ী সংশ্লিষ্ট দলগুলোর প্রতি নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করারও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণে প্রেসিডেন্ট আবদো রাব্বো মানসুর রাজধানী ছেড়ে আত্মগোপন করেছেন। তিনি এখন তিউনিসিয়ায় অবস্থান করছেন বলে শোনা যাচ্ছে।

এদিকে হুথিদের দমন করতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ওদিকে এ অভিযানের নিন্দা জানিয়েছে ইরান ও সিরিয়া।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G