আদিবাসী হত্যার বিচার দাবিতে মানববন্ধন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষন ডট কম.
দিনমজুর গুপেন সরেণের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে আদিবাসীরা। সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ২৫ মার্চ আধিবাসী দিনমজুর গুপেন সরেণকে হত্যা করে সন্ত্রাসীরা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ সময় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তসহ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান সংগঠনের নেতারা। তারা বলেন, সারাদেশে আধিবাসীরা নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদ, ঘরবাড়ি ভাঙচুর, হামলা ও হত্যার শিকার হলেও সুষ্ঠু বিচার পায় না।
অর্থের বিনিময়ে ময়নাতদন্ত প্রতিবেদন পক্ষপাতিত্ব হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তা নির্ভূলভাবে তৈরি করারও দাবি জানান তারা। একইসঙ্গে বীরগঞ্জে মানববন্ধন করতে পুলিশ প্রশাসনের অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, কেন্দ্রীয় সদস্য উতম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সোহেল পিতর মুরমু, সাধারণ সম্পাদক রুবেল টুডু, সাংগঠনিক সম্পাদক নেলসন মার্ডী, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি নরেশ হেম্ব্রম।
প্রতিক্ষণ/এডি/রিফাত