সৌদিতে ডিজিটাল পাসপোর্ট করছে আইরিশ বারহাট

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

 unnamedসৌদি আরবের  রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট পৌঁছে দেওয়ার কাজ করছে ডিজিটাল পাসপোর্ট কার্যক্রমের দায়িত্ব পাওয়া  বেসরকারি প্রতিষ্ঠান আইরিশ বারহাট।

 পাসপোর্ট কার্যক্রমের এ দায়িত্ব পাওয়ার পর প্রতিষ্ঠানটি সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা শহরে আনুষ্ঠানিক ভাবে ডিজিটাল পাসপোর্টের কার্যক্রম শুরু করে।

তখন থেকে বাংলাদেশিদের কাছ থেকে ডিজিটাল পাসপোর্টের আবেদন পত্র গ্রহণ করে প্রতিষ্ঠানটি। প্রথমে প্রবাসীদের কাছ থেকে জমা নেয়া  অ্যানালগ পাসপোর্ট দেশে পাঠানো হয়। পরে ওই পাসপোর্টকে মেশিন রিডেবল করে নিয়ে আসা হয় সৌদি আরবে।

 রিয়াদে প্রতিষ্ঠানটির  কর্মকর্তারা জানান, এরই মধ্যে বাংলাদেশ থেকে তৈরি হয়ে আসা পাসপোর্ট আমাদের হাতে পৌঁছেছে । এ পাসপোর্ট ফর্মের সাথে সঠিক তথ্য, জন্ম নিবন্ধন জমা দিতে হবে। সেক্ষেত্রে ডিজিটাল পাসপোর্ট তৈরির কাজ দ্রুত সম্পাদন করা যায়। আর এ বিষয়ে সবাইকে তা মনে রাখার কথা বলেন তিনি।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G