লিবিয়ার প্রধানমন্ত্রী বহিস্কৃত

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৯:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

omar-al-hassiলিবিয়ায় ক্ষমতাসীন দল জেনারেল ন্যাশনাল কংগ্রেসের (জিএনসি) ওমর আল হাসিকে প্রধানমন্ত্রীর পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার পার্লামেন্ট সদস্যরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রধানমন্ত্রীকে পদ থেকে সরিয়ে সরিয়ে দেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।

জিএনসির মুখপাত্র ওমর হেমিদান গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর পদচ্যুত হওয়ার খবর নিশ্চিত করেছেন। লিবিয়ার সশস্ত্র বিরোধীদলের সঙ্গে সংলাপে বসার এটা প্রাথমিক ধাপ বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর হামলায় স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। এর পর সব বিদেশি সেনা লিবিয়া ছেড়ে চলে গেলে ছোট ছোট দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে দেশটিতে এখনো যুদ্ধাবস্থা বিরাজ করছে।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G