মাগুরায় দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৯:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

nnnnn1মাগুরার মঘীরঢালে বালুর ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ চালক ইমরান মোল্লা (৩০) মারা গেছেন।

বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ হামলায় এ নিয়ে পাঁচজনের মৃত্যু হলো।

নিহত ট্রাকচালকের বাবার নাম শিরু মোল্লা। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজঘাড় গ্রামে।

এর আগে ২১ মার্চ শনিবার রাত ৮ টার দিকে বালু শ্রমিকরা কাজ শেষে ট্রাকে মাগুরায় ফিরছিলেন। এ সময় মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে ৯  শ্রমিক দগ্ধ হন।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পেট্রোলবোমা হামলায় ইমরান মোল্লার শ্বাসনালিসহ শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে যায়।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G