সমুদ্রে নৌকাডুবির ৬৬ দিন পরও জীবিত!

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ১০:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Oceanঢাকিা: ড্যানিয়াল ডিফোর লেখা রবিনসন ক্রুশো বইয়ের প্রধান চরিত্র রবিনসনের কথা হয়তো আপনাদের মনে আছে। সাগরে বেঁচে থাকার তার দুঃসাহসিক সব প্রচেষ্টার কথা সবাইকে শিহরিত করে।

দীর্ঘদিন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে নির্জণ দ্বীপে আশ্রয় নিতে সক্ষম হয়েছিলেন রবিনসন ক্রুশো । ওই দ্বীপকে তিনি একটি রাজ্যও বানিয়ে ফেলেছিলেন। এটি একটি উপন্যাসের চরিত্র মাত্র।

কিন্তু এমনই একটি বাস্তব ঘটনায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা লুইস জর্ডান (৩৭) জীবনে ঘটেছে। তিনি কোনো দ্বীপ আবিষ্কার করতে না পারলেও দীর্ঘ ৬৬ দিন সমুদ্রে লড়াই করে বেঁচে ছিলেন।

বিবিসি অনলাইন জানিয়েছে, জার্মানির একটি ট্র্যাংকার বৃহস্পতিবার তাকে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার উপকূলীয় এলাকা আটলান্টিক মহাসাগরে থেকে জীবিত উদ্ধার করে।

সংবাদে বলা হয়, তার ৩৫ ফুট পাল তোলা নৌকা উল্টে গিয়েছিল। পরে উল্টে যাওয়া নৌকার ভাসমান অগ্রভাগে অবস্থান করে জীবনরক্ষা করেন। বেশ কয়েকবার ঢেউয়ের তোড়ে পানিতে পড়েও যান। তারপরও সংগ্রাম করে বেঁচে থাকেন তিনি। বেঁচে থাকতে কাঁচা মাছ খেয়েছেন আর বৃষ্টির পানি পান করেছেন তিনি।

জানুয়ারির শেষ দিকে তার পরিবার জর্ডানের নিখোঁজের কথা বলে। কিন্তু সমুদ্র থেকে একদিন জর্ডান ফিরে আসবেন- এমন আশা ছেড়ে দিয়েছিলেন তার বাবা-মা। অবশেষে তার ফিরে আশায় সবাইকে অবাক করে দিয়েছে। একই সঙ্গে স্রষ্টার কাছে তারা ধন্যবাদও জানিয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G