বুড়িগঙ্গায় ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৪

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ৮:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

burigangaবুড়িগঙ্গা নদীতে বালুবাহী নৌযানের ধাক্কায়  ট্রলার ডুবির ঘটনায় আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার সকালে এ মরদেহগুলো উদ্ধার করে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪।

এর আগে শুক্রবার সকাল থেকে ডুবুরি দল আবারও উদ্ধার কাজ শুরু করলে প্রথমে এক বৃদ্ধার এবং সন্ধ্যা পৌনে ৬টার দিকে আরো দুই যুবকের লাশ পাওয়া যায়।

উদ্ধার হওয়া তিনজন হলেন, জমিলা খাতুন (৬৫), রাসেল (১৯) এবং আলমগীর হোসেন (৩০)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মমতাজউদ্দিন লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।

উল্লেঃখ্য, বৃহস্পতিবার সকালে চাঁদপুর থেকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রলারটি বেলা পৌনে ১টার দিকে বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G