গাছের সাথে প্রেম !

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ১:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৯ অপরাহ্ণ

love-and-sex-with-tree-2_60446_1প্রেমে পড়েছেন। তা পড়তেই পারেন। এমা তো কোনো সেলেব্রিটি নন যে, তার প্রেমের খবর কাউকে রাখতে হবে। তা হয়তো নয়। কিন্তু, তারপরও এমা খবরের বিষয়বস্তু।

ইমা যার প্রেমে মজেছেন, টিন নামের সেই প্রেমিকটি পাত্র হিসেবে আর পাঁচ জনের মতো নন।

টিন কোথাও গমনে মোটেও ইচ্ছুক নন। ইচ্ছুক না বলে, বলা ভালো, সে উপায় তার নেই।

শুনতে হেঁয়ালি মনে হলেও কথাটা কিন্তু খুবই সত্যি। আসলে টিন নামের সেই প্রেমিকটি একটা গাছ।

তরুণী নিজেই বলেছেন, ‘আমি সত্যি টিনকে ভালোবাসি। টিনকে নিয়ে আমার অনুভূতিতে এতটুকু খাদ নেই। আমি ওকে বিয়েও করতে চাই। এই ভালোবাসা এতটাই, আশপাশের অন্য গাছের হাতও দেন না অন্য গাছে। পাছে কষ্ট পায় তার প্রেমিক টিন নামের গাছটা!

গাছকে বিয়ে করে কি সুখী দাম্পত্য জীবন সম্ভব? একটা সুস্থ শারীরিক সম্পর্ক? এমার দাবি, সম্ভব। গাছের সঙ্গে প্রেম করার কথা বলতেও কুণ্ঠা নেই তার। এমার কথায়, ‘আমার মানসিক চাহিদা শুধু নয়, শারীরিক চাহিদাও পূরণ করে টিন।’

তরুণী জানান, সপ্তাহে চারবার তাদের দেখা হয়। তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, কথা বলেই কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। সুখ-দুখের সব কথা শেয়ার করে এগাছের সঙ্গে এমা। কথা আর ফুরোয় না। হয়তো একেই বলে প্রেমে মজিলে মন…!

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G