স্বামীর উচ্চতা যখন ২ফুট ৮ ইঞ্চি
কোনো পুরুষের উচ্চতা যখন ২ ফুট ৪ ইঞ্চি হয়, তাহলে স্বাভাবিকভাবে যেসব কটূ কথা শুনতে হয়, সেসবই শুনছিলেন সিন স্টিফেনসন এবং মিন্ডি নিস দম্পতি।
২০০৯ সালে ফেসবুকে এক মিউচুয়াল বন্ধুর মাধ্যমে তাদের পরিচয়। পরিচয় থেকে প্রণয়, প্রণয় থেকে পরিণয়। ২০১২ সালে তাঁরা বিয়ে করেন।
মিন্ডি বলেন, যারা বলছেন, খর্বতার কারনে সিন অক্ষম, তাদের ধারনা মোটেও সঠিক নয়। আমার দেখা অন্যতম আকর্ষণীয় পুরুষ সিন। আমরা মোটেও অসুখী নই।
এটা ঠিক যে সঠিক উচ্চতা একটা ব্যাপার। কিন্তু এটা কোনো সমস্য নয়। আমি আমি আমার ২ ফুট ৪ ইঞ্চি স্বামীকেই ভালোবাসি।
সমালোচনার জবাব দিয়েছেন সিন নিজেও। তিনি বলেন, ‘হতে পারি আমি ক্ষুদ্র মানুষ। কিন্তু আমার অনুভুতি আছে, আকাশ সমান ভালবাসা আছে।’
সিনের বয়স যখন ১৮, তখন ভয়াবহ এক দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশের ২০০ টির মত হাড় ভেঙ্গে যায়। সিন একজন প্রেরনাদায়ক বক্তাও বটে। তিব্বতের ধর্মগুরু দালাই লামা ও বিল ক্লিনটনের সাথে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন তিনি।
প্রতিক্ষণ/এডি/নূর