পরমাণু চুক্তি মানার প্রতিশ্রুতি ইরানের

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Ruhaniঢাকা: পরমাণু চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।খবর বিবিসির।

দেশটির ‘বিতর্কিত’ পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার ছয় বিশ্বশক্তির সাথে সমঝোতায় পৌঁছার পর এ প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে রুহানি বলেন, ‘বিশ্বকে অবশ্যই জানা উচিৎ যে আমাদের প্রতারণার কোনো মতলব নেই।’

তবে তিনি হঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বিশ্বশক্তি কখনও ভিন্ন কোনো পন্থা অবলম্বন করে, তাহলে ইরানেরও বিকল্প পদ্ধতি নেওয়ার সুযোগ থাকবে।

এদিকে, যুক্তরাষ্ট্র পারমানবিক কর্মসূচির বিষয়ে ইরানের সাথে জুন মাসের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে আশা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G