সেন্সরে কাকলীর ‘নদীজন’

প্রথম প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

sr18pe6vশাহনেওয়াজ কাকলী পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘নদীজন’ ছবিটি রবিবার সেন্সরে যাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে ‘নদীজন’ রবিবারই সেন্সরে জমা দেওয়া হবে। ছবিটি ১৪ অথবা ১৫ এপ্রিল সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।’

শাহনেওয়াজ কাকলী বলেন, ‘নদীর পাশের মানুষের গল্প নিয়ে এ ছবির গল্প। এছাড়া এখন আর পাল তোলা নৌকা দেখা যায় না।

ছবিটির শ্যুটিং হয়েছে কুষ্টিয়ায় গড়াই নদী থেকে পদ্মা নদীর এলাকাজুড়ে। নৌকার মাঝি নদীজন ছবির অন্যতম একটি চরিত্র।’

শেখ জহুরুল হকের গল্প অবলম্বনে নদীজন ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী।

এছাড়া নদীজন ছবিটিতে মামুনুর রশীদ, প্রাণ রায়, তমা মির্জা, নীরব, প্রাণ, শর্মীমালা, মোমেনা চৌধুরী, রিপন, বিপ্লব প্রসাদ, রিফাত চৌধুরী, টোকাই সাগরসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। এরই মাঝে জেনেভা ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল ফিল্ম উৎসব ও ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে ছবিটি।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G