সিটি নির্বাচন স্বচ্ছ করার আহ্বান বান কি মুনের

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

BanKiMunঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের পক্ষে এক বিবৃতিতে তার মুখপাত্র বলেন, বাংলাদেশে গত কয়েক মাস ধরে চলা সহিংসতার অবসান হওয়াকে স্বাগত জানিয়েছেন বান কি মুন।

বিবৃতিতে মুখপাত্র আরো বলেন, বান কি মুন আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতার উদ্দেশ্যে দেশটির সব রাজনৈতিক দল তাদের মতপার্থক্য দূর করার পথ শিগগিরই খুঁজে বের করবে।

 

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G