রিট খারিজ, মিন্টুর প্রার্থিতা বাতিল

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৪:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

1428204809আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফেরত পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা আব্দুল আওয়াল মিন্টুর রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

এর মধ্য দিয়ে সাঙ্গ হলো মিন্টুর নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন।

সোমবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আবেদন খারিজ করেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর পক্ষে রিট আবেদনটি দায়ের করেছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদেরকে এই রিটে বিবাদি করা হয়েছিল।

আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্রে সমর্থনকারী হিসেবে স্বাক্ষর করা আব্দুর রাজ্জাক উত্তর সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন।

আব্দুল আউয়াল মিন্টুর আইনজীবীদের দাবি, নির্বাচন কমিশনের ভুলের কারণে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G