ইরাকে ১২ গণকবরে সমাহিত ১৭০০ সেনা
আন্তর্জাতিক ডেস্ক
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছ থেকে ইরাকের তিকরিত শহরটি পুনর্দখলে নেওয়ার পর ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে ১২টি সন্দেহভাজন গণকবর খোঁড়ার কাজ শুরু করেছেন। খবর বিবিসির।
ধারণা করা হচ্ছে, গত বছরের জুনে উত্তরাঞ্চলীয় এই শহরটি দখলের সময় আইএস প্রায় ১৭০০০ ইরাকী শিয়া সৈন্যদের হত্যা করে গণকবর দিয়ে দেয়।
সেসময় তিরকিতে সেনাদের হত্যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে আইএস। বেঁচে যাওয়া সেনারা জানিয়েছেন, হত্যার আগে আইএস জঙ্গিরা শুনে নিয়েছিল, কে কে শিয়া।
প্রতিক্ষণ/এডি/এআই