নতুন নামে দিল্লি !

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৫ সময়ঃ ১১:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

new-delhi-ভারতের রাজধানী দিল্লির নাম পাল্টানোর উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

যদিও ভারতের জন্য চোখের পলকে নাম পাল্টানোর ইতিহাসের কথা নতুন নয়। তবে এর ফলাফল ও সম্ভাবনা নিয়ে নানা মহলে গুঞ্জনের শেষ নেই।

এর আগেও বেশ কয়েকবার নাম পাল্টেছে ভারতের বেশ কয়েকটি শহরের। বোম্বে শহরের নাম পাল্টে রাখা হয় মুম্বাই। পরবর্তীতে মাদ্রাজ হয়েছে চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুর।

সে আশাতেই নতুন করে দিল্লির নাম পাল্টানোর হিসাব কষছে দেশটির নরেন্দ্র মোদির সরকার।

জানা গেছে, নয়াদিল্লিকে ‘ইম্পেরিয়াল সিটি অব দিল্লি’ ও পুরনো দিল্লিকে ‘ইম্পেরিয়াল সিটি অব শাহজাহানাবাদ’ নাম দিতে চায় কেন্দ্রীয় সরকার।

ইউনেস্কোর দপ্তরে হেরিটেজ তকমা পেতে যে নথিপত্র পাঠানো হয়েছে তাতে রাজধানীর দুই এলাকার জন্য ওই দুটি নামের উল্লেখ করা হয়েছে।

তবে নাম পাল্টালেই হেরিটেজ তকমা মিলবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিশেষজ্ঞরা।

ইউনেস্কো-তকমা পাওয়ার ক্ষেত্রে শুধু নাম পরিবর্তন করলেই হবেনা। দিল্লির ঐতিহ্য মন্ডিত এলাকা সমূহের রক্ষণাবেক্ষণ করা সহ বেশ কিছু কঠোর নিয়ম অনুসরণ করার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G