স্বামীর মাথায় স্ত্রীর হাইহিল!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম.
সৌদি আরবে মাথায় হাইহিলের সুচালো অংশের গোড়ালি ঢুকে আছে-এমন এক অদ্ভুত আঘাতপ্রাপ্ত টাক মাথার ব্যক্তিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী দেখে চিকিৎসকরা হতবাক হয়ে যান! তারা স্বীকার করেন কখনোই এমন রোগী তারা দেখেন নি এমনকি শুনেনও নি!
শেষ পর্যন্ত জানা গেল, দাম্পত্য কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। রাগে দিশেহারা স্ত্রী তার স্বামীকে জুতার ঘা বসিয়ে দিতে গেলে হাইহিলের সুচালো অংশ হতভাগ্য স্বামীর টাক মাথায় ঢুকে যায়। পরিণামে স্বামী বেচারাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসতে হয়।
অবশ্য দাম্পত্য কলহের কারণ বা এ দম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি। কিন্তু টুইটার বার্তার কল্যাণে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
প্রতিক্ষণ/এডি/পাভেল