লাকভিকে মুক্তি দিলো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মুম্বাই নগরীতে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভিকে জামিনে মুক্তি দিয়েছে পাকিস্তান।
আজ শুক্রবার (এপ্রিল ১০) সকালে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থেকে বেড় হয়ে আসে লাকভি।
এর আগে ইসলামাবাদ হাইকোর্ট ৫৫ বছর বয়সী লাকভির মুক্তির আবেদন গ্রহণ করেন এবং আটকাদেশ বাতিল করে শিগগিরি তাকে মুক্তি দেয়ার আদেশ দেন।
২০০৮ সালে মুম্বাইয়ের হোটেল তাজে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় সন্ত্রাসীসহ অন্তত ১৬৬ জন নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তাইয়্যেবাকে দায়ী করা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের নাগরিক আজমল কাসাবকে ২০১২ সালে ভারতে ফাঁসি দেয়া হয়। লাকভি হচ্ছেন লস্কর-ই-তাইয়্যেবার নেতা।
প্রতিক্ষণ/এডি/এআই