বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৫ সময়ঃ ৯:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bsfযশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুল ইসলামের ছেলে আকু মিয়া (৩১) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শান্ত মিয়া (৩৫)।

স্থানীয়রা জানায়, নিহতরা সহ  একদল চোরাচালানী শুক্রবার গভীররাতে বাংলাদেশের ওপারে ভারতের আংরাইল এলাকায় গরু আনতে যায়। ভোর সাড়ে পাঁচটার দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে আকু ও শান্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

২৩ খুলনা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাহাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G