লাকভির মুক্তিতে ক্ষুব্ধ ভারত

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৫ সময়ঃ ১০:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Lahkviভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ‘মূল হোতা’ জাকিউর রহমান লাকভিকে জামিনে মুক্তি দেওয়ায় পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতসহ কয়েকটি শক্তিধর রাষ্ট্র।

শনিবার বিবিসির খবরে জানানো হয়েছে, এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

পাকিস্তানের আদিয়ালা কারাগার থেকে শুক্রবার লাকভিকে মুক্তি দেওয়া হয়। এর আগে, লাহোর হাইকোর্ট ২০ লাখ টাকার বন্ডের বিনিময়ে তার জামিন আদেশ দেন।

২০০৮ সালে মুম্বাইয়ের হোটেল তাজে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় সন্ত্রাসীসহ অন্তত ১৬৬ জন নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তাইয়্যেবাকে দায়ী করা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের নাগরিক আজমল কাসাবকে ২০১২ সালে ভারতে ফাঁসি দেয়া হয়। লাকভি হচ্ছেন লস্কর-ই-তাইয়্যেবার নেতা।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G