বাড়ির নিচে ছাদ, দুনিয়াটাই উল্টো!

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৫ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

1427782751জার্মানির মেকলেনবুর্গ ফোয়রপমার্ন রাজ্যের ট্রাসেনহাইডে অদ্ভুদ একটি বাড়ি রয়েছে। জার্মান ভাষায় বাড়িটির নাম, ‘ডি ভেল্ট শ্টেট কপ্ফ’, অর্থাৎ ‘পৃথিবীটা মাথার ওপরে দাঁড়িয়ে’।

এ বাড়ির ছাদটা নিচে, আর নীচে থাকার জিনিসগুলো সব ওপরে।  নির্মাণের পর থেকেই বাড়িটি অসংখ্য পর্যটকের কাছে প্রধান আকর্ষণের বিষয় হয়ে উঠেছে ।

বাড়িটির নকশা করেছেন দুই পোলিশ স্থপতি ক্লাউডিউসৎজ গোলোস এবং সেবাস্টিয়ান মিকিচিউক। ঘরের আসবাবপত্র, টেলিভিশন থেকে শুরু করে সাধারণত মেঝেতে বা ছাদের নীচে থাকে এমন সব জিনিস ওপরে লাগানো হয়েছে শুধু স্ক্রু আর আঠা দিয়ে।

উল্টো বাড়ি হলেও বাড়ির একটা জিনিস অন্তত ঠিক আছে। সেটা হলো সিঁড়ি। সিঁড়িটিও যদি ওপরের দিকে থাকতো তাহলে দর্শনার্থীদের কী বিপদটাই না হতো! বাড়িটি নির্মাণ করতে খরচ হয়েছে ৩ লক্ষ ইউরো!

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G