এবার গ্রহাণুপুঞ্জেও মালালা

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৫ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

150411130912_malala_asteroid_640x360_nasaপাকিস্তানে নারী শিক্ষার প্রবক্তা তরুণী মালালা ইউসুফজাইয়ের নামে এবার একটি গ্রহাণুপুঞ্জের নামকরণ করেছে নাসার বিজ্ঞানীরা।

শনিবার বিবিসি বাংলার খবরে বলা হয় নোবেল বিজয়ী মালালার নামে রাখা চার কিলোমিটার ব্যাসের এই গ্রহাণুপুঞ্জটি প্রতি সাড়ে পাঁচ বছরে সূর্যের চারদিক প্রদক্ষিণ করে।

মঙ্গলগ্রহ ও বৃহস্পতিগ্রহের মাঝখানে মূল গ্রহাণুপুঞ্জের কক্ষপথে অবস্থিত নতুন এই গ্রহাণুখন্ডটি আবিষ্কার করেছেন নাসার বিজ্ঞানী এমি মেনজার।

গ্রহাণুপুঞ্জের এধরনের নামকরণ বিরল ঘটনা। তবে আন্তর্জাতিক জ্যোর্তিবিজ্ঞান ইউনিয়নের নিয়মাবলী অনুযায়ী কোনো গ্রহাণুপুঞ্জের আবিষ্কর্তাকে এই অধিকার দেওয়া আছে ।

এই গ্রহাণুপুঞ্জ এমি প্রথম আবিষ্কার করেন ২০১০ সালে, তবে তখন তার পরিচয় ছিল শুধু ৩১৬২০১ এই নামে।এমি মেনজার বলেছেন, মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলনকারী ১৭ বছর বয়সী মালালাকে সম্মান জানাতে তিনি এই নামকরণের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G