শাড়ি না পরায় হত্যার হুমকি!

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Teacher1শাড়ি পরে না আসায় খুনের হুমকি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এক স্কুলের শিক্ষিকাদের। আবার এর সঙ্গে একাট্টা হয়েছে গ্রামবাসীরাও।

কলকাতার অনলাইন মিডিয়ায় খবরে বলা হচ্ছে, শেষে পুলিশ শিক্ষিকাদের উদ্ধার করে বাড়ি পৌছে দিয়েছে। আর এ ঘটনার পর ভয়ে শিক্ষিকারা ওই স্কুলে যেতে পারছে না।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গোয়ালবেড়িয়া শ্রীকৃষ্ণনগর হাইস্কুলে এ ঘটনা ঘটেছে। খবরে প্রকাশ, স্কুলে সালোয়ার কামিজ পরে আসায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বহুদিন ধরেই মনোমালিন্য চলছিল শিক্ষিকাদের।

গত বৃহস্পতিবার তা চরম আকার ধারণ করে। স্কুল শুরুর পর সালোয়ার পরে আসা শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভে ফেঁটে পড়ে গ্রামবাসী। এমনকি এক পর্যায়ে শিক্ষিকাদের খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশ শিক্ষিকাদের উদ্ধার করে বাড়ি পৌছে দেয়।

জানা যায়, নিরাপত্তার অভাবে পরদিন থেকে বেশ কিছু শিক্ষিকা স্কুলে যাননি। ফলে স্কুলের লেখাপড়া একপ্রকার শিকেয় উঠেছে।

শিক্ষিকাদের অভিযোগ, বিক্ষোভের পিছনে স্কুলের প্রধানশিক্ষকের মদদ রয়েছে। প্রধান শিক্ষকের সঙ্গে রয়েছে ‘তৃণমূল’ পরিচালিত স্কুল পরিচালনা কমিটি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এই ঘটনা প্রথম নয়। এর আগে হালিশহরের রামপ্রসাদ বিদ্যাপীঠের এক শিক্ষিকা স্কুলে সালোয়ার কামিজ পরে আসায় রোষের মুখে পড়ে অজ্ঞানও হয়ে পড়েন।

এছাড়া স্কুল ছাড়তে বাধ্য হন তমলুকের এক শিক্ষিকা । আবার হাওড়ার শিবপুর এলাকায়ও স্কুল কর্তৃপক্ষ শিক্ষিকাদের ওপর পোশাক-ফতোয়া জারি করে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G