তারেকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ১:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

tarique-zia২১ আগষ্ট গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

ইন্টারপোলের ওয়েবসাইটে তালিকাভুক্ত ব্যক্তি হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ রয়েছে। তবে ‘রেড অ্যালার্ট’ জারির তারিখ উল্লেখ নেই।

তরেক রহমান ছাড়াও বাংলাদেশের আরও ৬৭ জনের তালিকাভুক্ত ব্যক্তির নাম রয়েছে ইন্টারপোলের ওয়েবসাইটে।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, তার (তারেক রহমান) জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। এতে তারেক রহমানের উচ্চতাসহ চুল ও চোখেঁর রংয়ের বিবরণও দেয়া আছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আইভি রহমানসহ ২৪জন নিহত হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G