সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার ভিডিও দেখল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের ভিডিও দেখানো হয়েছে।
আলজাজিরা ও বিবিসির খবরে বলা হচ্ছে, নিউইয়র্কে সংস্থাটির সদর দফতরে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) এ ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
সংস্থাটির এক বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে ওই হামলার পেছনে জড়িতদের চিহ্নিত ও বিচারের ব্যবস্থা করা হবে।
ভিডিওচিত্রটি প্রদর্শনের সময় কক্ষজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় কান্না ধরে রাখা সম্ভব হয়নি বলেও জানান সামান্থা।
প্রামাণ্য চিত্রটিতে সিরিয়ার উত্তরের ইদলিব শহরে ক্লোরিন বোমা হামলার শিকার শিশুদের অবর্ণনীয় কষ্ট এবং তাদের চিকিৎসার চিত্র দেখানো হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের দাবি, আসাদ সরকার জনগণের ওপর এ হামলা চালিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থাও এ হামলার জন্য আসাদ সরকারকেই দায়ী করেছে। তবে রাশিয়া বলেছে, হামলার জন্য যে আসাদ সরকারই দায়ী এ ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ নেই।
প্রিতিক্ষণ/এডি/এআই