সেরা ৫ অ্যান্ড্রয়েড অ্যাপ যা আপনি আইফোনে পাবেন না!

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Apsঅ্যান্ড্রয়েড বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস)। এখন পর্যন্ত শতকরা ৭৩ ভাগ স্মার্টফোনই গুগলের অ্যান্ড্রয়েড নির্ভর। হাজার রকম অ্যাপ গেমস ও সুবিধা থাকার কারণে ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের ওএস এটি। বাজারে আরও কয়েকটি ওএস নির্ভর মোবাইল ফোন পাবেন তবে প্রায় সবাই অ্যান্ড্রয়েড কেই বেশী প্রাধান্য দিবে।

আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এমন দুর্দান্ত ৫ টি অ্যাপ এর সাথে, যেগুলো অ্যাপল এর ম্যাক ষ্টোরে পাবেন না। এই অ্যাপ গুলো শুধুমাত্র গুগল প্লে-ষ্টোরে বা অ্যান্ড্রয়েড ফোনের জন্য তৈরী করা হয়েছে।

বাজ লাঞ্চার

এটি একটি অসাধারণ লাঞ্ছার+থিম আপনি চাইলে একই সাথে অনেকরকম হোম স্ক্রিন ব্যবহার করতে পারবেন। পাবেন লিমিট লেস কাস্টমাইজ সুবিধা। সত্যি বলতে এটি একটি অসাধারণ ও নিখুঁত অ্যাপ। তবে অবাক হলেও সত্যি যে অ্যাপল ষ্টোরে এটি নেই।

লাইক বাবল ব্রাউজার

যারা সোশ্যাল মিডিয়া প্রেমী তাদের জন্য সেরা একটি অ্যাপ হলো এই লাইক বাবল ব্রাউজার। আমরা সোশ্যাল মিডিয়াতে কোন লিংক শেয়ারিং এর ব্যাপারে খুব বেশী পটু। তেমন ইন্টারেস্টিং কোন খবর পেলে সাথে সাথে সেটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেই। এই ব্রাউজার দিয়ে আপনি খুব সহজেই সেটি করতে পারবেন। ইভেন ব্যাকগ্রাউন্ডে কোন লিংক ওপেন করার জন্য এর থেকে ভাল আর কোন অ্যাপ হতে পারে না।

গুগল নাউ লাঞ্চার

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুগল মামাকে পোষ মানানোর সেরা একটি অ্যাপ গুগল নাউ লাঞ্চার। এটি ব্যবহার করে খুব সহজেই গুগল এর সব ধরনের সেবা গ্রহন করতে পারবেন। ভয়েস কনট্রোলের মাধ্যমে কোন কাজ সম্পান্দন করার সেরা একটি অ্যাপ এটি। বলুন “Ok Google” এবার নতুন ভয়েস কমান্ড দিন যেমন, কোন রেস্টুরেন্ট খুঁজছেন বা কাওকে টেক্সট করবেন ইত্যাদি। অ্যাপটি চোখের পলকে সেটি করে দিবে।

ফাক্সিফাই

নিজের ওয়াইফাই হটস্পট শেয়ার করার অসাধারণ একটি ফ্রি অ্যাপ ফক্সিফিাই’। অ্যাপটি ব্যবহারের মাধ্যমে যেকোন ধরনের বাড়তি ঝামেলা ছারাই আপনি কাজটি করতে পারবেন।

এভরিথিং মি

যারা নিজের অ্যান্ড্রয়েড ফোনকে খুব সুন্দর করে গুছিয়ে বা পরিপাটি করে রাখতে চায় তাদের জন্য সেরা একটি অ্যাপ এটি। অ্যাপটি সম্পূর্ণ অটোমেটেড। এটি আপনার মনের মতো করে সাব ফোল্ডার তৈরি করে দিবে। সাজিয়ে দিবে আপনার সব ইন্সটল করা অ্যাপ। আরও অসাধারণ কিছু ফিচার দেখতে অ্যাপটি ফ্রি ডাউনলোড করুন আজই।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G