মালালার খোলা চিঠি
আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ায় স্কুলছাত্রীদের অপহরণের একবছর পরও ছাত্রীরা উদ্ধার না হওয়ায় এর ব্যর্থতার জন্য নাইজেরিয়া এবং বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা করেছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।
অপহৃত মেয়েদের কাছে লেখা এক খোলা চিঠিতে ১৭ বছর বয়সী পাকিস্তানি এই কিশোরী বলেছে, আমি মনে করি নাইজেরিয়ার নেতারা এবং আন্তর্জাতিক সম্প্রদায় তোমাদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
তোমাদের মুক্তির জন্য যারা তাদের ওপর চাপ তৈরি করছে আমি তাদেরই একজন। তোমাদের ওপর যে ভয়াবহতা চলছে তার পুরোটা আমি হয়তো কল্পনাও করতে পারব না।
আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যখন তোমাদের প্রত্যেককে আমি আলিঙ্গনে আবদ্ধ করার, তোমাদের সঙ্গে প্রার্থনা করার সুযোগ পাব।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ এপ্রিল দেশটির উত্তর-পূর্বাঞ্চলের চাইবোক প্রদেশ থেকে ২১৯ জন স্কুলছাত্রীকে অপহরণ দেশটির ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম। এ ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
প্রতিক্ষণ/এডি/নুর