বিশ্বের সবচেয়ে পেশি বহুল কুকুর
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কানাডার ভিক্টরিয়া শহরে চার বছর বয়স্ক, ওয়েন্ডি (Wendy) নামের এক স্ত্রী কুকুর বেশ নাম কামিয়েছে পেশী বহুল দেহের জন্য। কুকুরটিকে দেখলে মনে হয়, যেন ব্যায়াম করে বিশাল পেশীবহুল দেহ বানিয়েছে।
সে whoppet প্রজাতির কুকুর হলেও অন্যান্য whoppet কুকুরের থেকে সম্পূর্ন আলাদা এবং আকার আকৃতিতেও অনেক বড়। ওয়েন্ডির ওজন ২৭.২১ কেজি, যা এই প্রজাতির কুকুরের ওজনের প্রায় দিগুন।
ওয়েন্ডির ঘাড় অস্বাভাবিক ভাবে মোটা আর পিঠের দিকে প্রতিটা মাংস পেশী বোঝা যায় তবে পেটের দিকটা অন্যান্য whoppet প্রজাতির কুকুরের মত চিকন। মজার জিনিষ হচ্ছে, ওয়েন্ডির পেটের মাসেল ২৮ প্যাক।
ওয়েন্ডির এই শরীর সবাইকে অবাক করলেও এটি ওয়েন্ডির জন্য মোটেও সুখকর নয়। এটি এক ধরনের জেনেটিক রোগ। এর ফলে শরীরের সকল পেশী দ্বিগুন হয়।
আর এই কারনেই ওয়েন্ডির পেশী গুলি এরকম উচু হয়ে থাকে যার ফলে দেখলে মনে হয় যেন ব্যায়াম করে শরীর ফুলিয়েছে। ওয়েন্ডির এই রোগের কারনে সে জেনেটিক বিশেষজ্ঞদের কাছে বেশ আগ্রহের পাত্রী। তাকে নিয়ে বেশ গবেষণাও চলছে।
এরকম আরো কিছু নিউজঃ
## যে হোটেলের কর্মীরা কখনও ছুটি নেয় না!
প্রতিক্ষণ/এডি/পাভেল