কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে নিহত ৪
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কিশোরগঞ্জের তিন উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে বাবা-ছেলেসহ চার জন নিহত হয়েছে।
শনিবার রাতে পাকুন্দিয়া, কটিয়াদী ও কুলিয়ারচর উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থাতেই হযরত আলী (৩৫) ও তার ছেলে রিজন মিয়া (৭) মারা যায়।
এদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাছ বিক্রি শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে কুলিয়ারচরের দাড়িয়াকান্দিতে ঝড়ে গাড়ি উল্টে শীতল চন্দ্র বর্মণ (৩২) নামে এক জেলে মারা যায়।
এছাড়া, রাত সাড়ে ১২টার দিকে মশুয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আব্দুল মান্নানের (৬০) ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। রোববার ভোরে তার মৃত্যু হয়।
প্রতিক্ষণ/এডি/রায়হান