ডিএসইতে লেনদেন সাড়ে ৫শ কোটি টাকা

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dse-economic-newsসপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসই ওয়েভসাইট সূত্রে জানা যায় টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে সাড়ে পাঁচশ কোটি টাকা।

রোববার দিনশেষে ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ২৫ কোটি ৬২ লাখ টাকা কম।

বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স অপরিবর্তিত থেকে চার হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচকও অপরিবর্থিত থেকে ১ হাজার ৬০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৩৬টির, কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G