রুয়েট কর্মকর্তাকে গ্রেফতারের প্রতিবাদ

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৭ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

indexরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (রুয়েট) পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সেকশন অফিসার ও অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশন।

রবিবার দুপুরে রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েসনের সভাপতি আ. তো. মো ফয়সাল খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সেকশন অফিসার কামাল হোসেনকে কর্মরত অবস্থায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে বোয়ালিয়া থানা পুলিশ গ্রেফতার করে।

অফিসে কর্মরত একজন কর্মকতার বিরুদ্ধে আনা বানোয়াট অভিযোগ যথাযথভাবে অনুসন্ধান না করে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশন অবিলম্বে কামাল হোসেনের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার দাবি জানায়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G