রাবি ছাত্রলীগের আন্দোলনের ডাক

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

R Uরাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাত দফা দাবি নিয়ে সোমবার থেকে কঠোর আন্দোলনে নামার ডাক দিয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা।

দাবিগুলো হলো, পরীক্ষায় ৫ নম্বর গ্রেস প্রদান, ছাউনি নির্মাণ ও বাস টার্মিনালের উন্নয়ন, বৃক্ষরোপণ অভিযান শুরু, প্রগতিশীল শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও মুক্তি, আবাসিক হল তল্লাশির সময় প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতি, ক্যাম্পাসে থানা স্থাপন বন্ধ ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আনোয়ার হোসেনের নিয়োগ বাতিল।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি জানায়, ‘ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছে। ছাত্রলীগের পক্ষ থেকে দাবি সম্বলিত একটি স্মারকলিপি গত ১৮ এপ্রিল উপাচার্যের কাছে দেওয়া হয়।

কিন্তু এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগের কোনো নেতা বা কর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সোমবার থেকে কঠোর আন্দোলনে নামবে।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সরকার দলীয় সাংসদ ও আওয়ামী লীগ নেতাদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G