ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ দল এখন স্বপ্ন দেখছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার।
বিশ্বকাপের সময় থেকে এ পর্যন্ত দলের পারফরমেন্স এর উপর ভিত্তি করে এমন চিন্তা করতেই পারে টাইগাররা।
ষোল বছর পর পাকিস্থানকে হারিয়ে খোশমেজাজে রয়েছে দলের খেলোয়াররা। অধিনায়ক মাশরাফি, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান তাই সংবাদ সম্মেলনে জানাচ্ছেন পরবর্তী ম্যাচে তাদের আরো ভাল করার কথা।
পূর্ববর্তী দুটি ম্যাচের ফলাফলে সন্তুষ্টি জানিয়ে মাশরাফি বলেন, “এখনতো ৩-০ সমীকরণ সামনে দাড়িয়ে গেছে। শনিবার বলেছিলাম শেষ ম্যাচে আমরা অবশ্যই সেরা খেলার চেষ্টা করবো। প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে।”
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় রোববারের ম্যাচ ছিল পাকিস্তানের জন্য বাঁচা-মরার। তবে বাংলাদেশের বোলারদের দাপটে এই ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি তারা।
তবে মাশরাফি মনে করেন, তার নিজের এবং সাকিব আল হাসানের বোলিংয়ে আরেকটু উন্নতির সুযোগ রয়েছে।
সবমিলিয়ে মাশরাফি আশা করছেন পাকিস্তানকে হোয়াটওয়াশ করতে তাদের তেমন কোনো সমস্যা হবে না।
প্রতিক্ষণ/তপু