ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ২
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে টঙ্গির কোনাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
আটকেরা হলেন- বাবুল সরদার (৩২) ও মিন্টু প্রধান (২৮)।
গ্রেফতার দুইজনের কাছ থেকে বোমা তৈরির কাজে ব্যবহূত আধুনিক মেশিন, গান পাউডার, ওমেগা ওয়েট মেশিন, স্পিন্টার, ৪টি চাপাতি, ৮টি ডেগার, ১টি পিস্তলের ম্যাগিজ, ২টি মোটরসাইকেল, বিভিন্ন ধরনের জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকে ডাকাতদের গুলি ও বোমায় ব্যাংক ম্যানেজার, গ্রাহক ও নিরাপত্তাকর্মীসহ আটজন প্রাণ হারান। আহত হন কমপক্ষে ২০ জন। ঐদিন সন্ধ্যায় ১ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বুধবার সকালে ১২ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/আরেফিন