রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত ২০

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৫ সময়ঃ ১১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ অপরাহ্ণ

accidentরাজধানীর মৎস্যভবনের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন- নাঈম (২৮), পীর আলী (৬৫), মফিজুল (২৪), আব্দুর রহমান (৩২), ফাতেমা (৫৫), বিল্লাল (৩০), আলী নূর (৬৫), রহিমা (৫০), জবিলা (৫০), মমিতা (১৩), জেসমিন আক্তার (১৩), সোহেল (২৮), তুষার (২২), আমির আলী (৬৫), মনির মোল্লা (৪৫) ও আরিফ (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

আহত এক যাত্রী জানায়, মেঘলা ট্রান্সপোর্ট নামের ওই যাত্রীবাহী বাস গুলিস্থান থেকে আবদুল্লাহপুর যাচ্ছিল। বাসটি মৎস্য ভবন বার কাউন্সিল সংলগ্ন এলাকায় অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় জড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ২০ বাস যাত্রী আহত হন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G