দাতাদের সঙ্গে সিরিজ বৈঠকের সিদ্ধান্ত
আসন্ন নতুন অর্থবছরে চাহিদা অনুযায়ী বৈদেশিক ঋণ ও অনুদান প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্বব্যাংক, আইএমএফ, জাইকাসহ ৩২টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের সঙ্গে সিরিজ বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেট ঘোষণার আগেই উন্নয়ন সহযোগীদের সঙ্গে পৃথকভাবে এ সব বৈঠক অনুষ্ঠিত হবে।
চলতি মাসের প্রথম দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সম্পদ ব্যবস্থাপনা কমিটি’র সভায় বৈদেশিক সহায়তার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভায় আগামী অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ খাতকে চাপমুক্ত রাখতে বৈদেশিক সহায়তার উপর সর্বাধিক গুরুত্বারোপ করে বলা হয়, এর ফলে বাজেট ঘাটতি কম হবে এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে।
প্রসঙ্গত, বাজেট সহায়তার অংশ হিসেবে আগামী অর্থবছরের জন্য বিশ্বব্যাংকের কাছে ইতোমধ্যেই ৫০ কোটি ডলার চেয়েছে সরকার।
সরকারের এ প্রস্তাবের বিষয়ে বিশ্বব্যাংক এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তারা বলছে, বাজেটে যেসব সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। আরও নতুন কোন সংস্কার কর্মসূচি থাকবে কি না-সেটাও দেখা হচ্ছে।
২০১৪-১৫ অর্থবছর শেষে বাজেট ঘাটতি ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি। ঘাটতি পূরণে বিদেশ থেকে ৩৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বাকি ৫১ হাজার ৭৩০ কোটি টাকার জন্য নির্ভর করতে হবে সঞ্চয়পত্র বিক্রি ও দেশের ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের উপর।
প্রতিক্ষণ/এডি/নুর