চুলের বাহার পনিটেইল

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৫ সময়ঃ ১২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

maxresdefaultকতভাcutegirlsবেই না চুল বাঁধা যায়।

ইদানিং মেয়েরা প্রাচ্য-পাশ্চাত্যের

ফ্যাশনের মধ্যে এক ধরণের

কম্বিনেশন তৈরি করে নিয়েছে। যা

তাদের চুলের বাহারি স্টাইল

দেখলেই বোঝা যায়।

Double-Knot-Ponytail

পনিটেইল কম বেশি সবাই করেন। তবে এই হেয়ার স্টাইলে আনা যায় ভিন্নতা।

5পনিটেইলে কিছুটা ভিন্নতা এনে গরমের উপযোগী এবং ফ্যাশনেবলভাবে চুল বাঁধা যায়।

প্রথমে চুল ভালোভাবে আঁচড়ে নিতে হবে। যেন কোনো জট না

থাকে। এবার টিজিং কোম্ব দিয়ে সামনের চুলের ভিতরে

খানিকটা টিজ করে একটু ফুলিয়ে নিতে হবে। এবার উপরেরj

চুলগুলো ভালোভাবে সেট করে নিয়ে বেশ উঁচু করে একটি ঝুটি করে নিন। একটি পাতলা হেয়ারব্যান্ড দিয়ে পনিটেইল আটকে নিতে হবে। এবার খানিকটা চুল আলাদা করে নিয়ে পনিটেইলের ব্যান্ডটি মুড়িয়ে নিতে হবে। এমনভাবে

চারপাশে পেঁচিয়ে নিতে হবে যেন ব্যান্ডটি দেখা না যায়।

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G