ভোট দিলেন মেয়র প্রার্থীরা

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

meyor2ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টায়। কেন্দ্রগুলোতে ভোট দিতে আসতে শুরু করেছেন ভোটাররা। ঢাকার মেয়র প্রার্থীরা এরই মধ্যে ভোট দিয়েছেন।

বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।

তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ভোট দিয়েছেন মানারত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে।

উত্তরের আরেক প্রার্থী বিকল্পধারার মাহী বি চৌধুরী ভোট দিয়েছেন বারিধারা পার্ক রোডের একটি কেন্দ্রে। আর গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি ভোট পদান করেছেন মগবাজারের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজে।

তেজগাঁও নাখালপাড়া হোপ স্কুল কেন্দ্রে সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী, চরমোনাই পীরের সমর্থিত মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রামপুরা একরামুন্নেচ্ছা স্কুল এন্ড কলেজে ভোটাধিকার প্রয়োগ ঙ্করেছেন বলে জানা গেছে।

এদিকে, ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী ভোটাধিকার প্রয়োগ করেছেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।

আর, সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশীদ ফিরোজ সেগুনবাগিচা গালর্স স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত ২০-দলীয় জোটের মেয়র পদপ্রার্থী মনজুর আলম  সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কাট্টলি কেন্দ্রে ভোট দিয়েছেন।

এছাড়া ভোট দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G