সত্যিকারের এলিয়েন সন্ধানে নাসা’র নতুন প্রজেক্ট!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
শত জল্পনা-কল্পনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে ‘এলিয়েন’ খোঁজার প্রজেক্ট হাতে নিল নাসা। ২০২০ ও তার পর পর্যন্ত এই গবেষণা চালাবেন গবেষকরা। ভূবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানীসহ সব ক্ষেত্রের বিশেষজ্ঞরা একইসঙ্গে কাজ করবে এই প্রকল্পে।
শুধুমাত্র ভিনগ্রহের প্রাণীই খোঁজা নয়, এ প্রকল্পের মাধ্যমে বিজ্ঞানের নতুন দিক খুলে দেবে বলে মনে করছেন গবেষকরা। এই গবেষণার প্রধান লক্ষ্য হচ্ছে, কোন গ্রহে প্রাণ আছে তা খুঁজে বের করা।
গবেষকরা দাবি করছেন, তাঁরা এমন পাঁচটি গ্রহে জল আছে বলে অনুমান করছেন যা আকারে পৃথিবীর সমান। নাসার তৈরি টেলিস্কোপে খুঁজে পাওয়া গিয়েছে মোট ১০০০ টি অজানা গ্রহের। সেগুলির বিষয়ে তথ্য অনুসন্ধান করবে নাসা।
অবশ্য ভিনগ্রহে প্রাণের খোঁজ মিলবে এই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল নাসা। ২০২৫ এর মধ্যে তাদের খুঁজে বের করে ফেলা সম্ভব বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা।
প্রতিক্ষণ/এডি/পাভেল