জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
জাপানের হাচিজু জিমা এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার ভোর রাতে দেশটির হাচিজো-জিমা এলাকায় ওই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস।
তবে জাপানী কর্তৃপক্ষ বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। প্রথম অবস্থায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩২ দশমিক ৫৪ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো কথা বলা হয়নি। সূত্র : সিনহুয়া/জাপান টুডে।
প্রতিক্ষণ/এডি/জেসমিন