ফেসবুক নোটিফিকেশন এবার আরও দ্রুত
ইউসি ব্রাউজারের সঙ্গে গাঁটছড়া বাঁধল ফেসবুক নোটিফিকেশন যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানোর জন্য । পুশ নোটিফিকেশন পদ্ধতিতে ফেসবুক ওয়ালে করা প্রতিটি পোস্টের খবর তৎক্ষণাৎ পাওয়া যাবে।
ফেসবুক জানিয়েছে, নতুন এই পদ্ধতিতে ব্রাউজারটি খোলা থাকুক বা না থাকুক নোটিফিকেশন ঠিক সময় মতো পৌঁছে যাবে আপনার মোবাইলে। এর জন্য অন্য কোনো অ্যাড অন বা নতুন অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন হবে না।
চীনের তৈরী এই ব্রাউজার ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয়। ফলে এ দেশে ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হল। এর ফলে আরও অনেক বেশি ব্যবহাকারীদের কাছে পৌঁছান সম্ভব হবে বলে মনে করছে ফেসবুক।
ব্যবহারকারীদের সংখ্যা বাড়াতে ইতিমধ্যেই ফেসবুক এয়ারটেলের সঙ্গে হাত মিলিয়েছে। বিশেষ ডেটা প্ল্যানও দিচ্ছে এয়ারটেল, যাতে বিনামূল্যে ফেসবুক সার্ফ করতে পারে এয়ারটেল গ্রাহকরা। এবার নতুন করে ইউসি ব্রাউজারের সঙ্গে হাত মিলিয়ে ব্যবহারকারীদের সংখ্যা আরও বাড়ানোর পথে এক ধাপ এগিয়ে যাবে ফেসবুক।
প্রতিক্ষণ/এডি/জয়