আশুলিয়ার ব্যাংক ডাকাতিতে আনসারুল্লাহ জড়িত
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংক ডাকাতির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জড়িত বলে দাবি করেছে পুলিশ।
রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক এ দাবি করেন।
ফারুক বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা তাদের জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করতে আশুলিয়ার ওই ব্যাংক ডাকাতি করে।
এদিকে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত জসীম উদ্দীন নামে আরেক ডাকাতকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে বলে জানান গোলাম ফারুক।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দুপুরে আশুলিয়ার বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলি ও বোমা হামলায় আটজন ও গণধোলাইয়ে এক ডাকাত নিহত হন। আহত হন আরও আরও ১৫ জন।
প্রতিক্ষণ/এডি/রায়হান