অবরোধ-হরতালে পোল্ট্রি শিল্পে ২৫৬ কোটি টাকার লোকসান

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৪ অপরাহ্ণ

poltryনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া অবরোধ-হরতালে সামগ্রিকভাবে পোল্ট্রি শিল্পে প্রায় ২৫৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পোলট্রি শিল্প সমন্বয় কমিটির নেতারা।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

পোলট্রি সেক্টরকে সকল রাজনৈতিক সহিংসতা, হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানান নেতারা।

তারা বলেন, হরতাল-অবরোধের কারণে খামারে উৎপাদিত প্রায় ৩০% ডিম ও মুরগি অবিক্রিত থেকে যাচ্ছে। এর ফলে চরম ঝুঁকির মুখে পড়েছে এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৭০ লাখ কর্মজীবী মানুষ।

প্রতিক্ষণ/এডি/আমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G