ব্রিটিশ নির্বাচনে ১২ বাংলাদেশীর লড়াই
ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ব্রিটেনের প্রধান তিনটি দল থেকে এ নির্বাচনে লড়ছেন ১২ বাংলাদেশী। নির্বাচনে লেবার পার্টি থেকে ৮, লিবারেল ডেমোক্র্যাটস থেকে ৩ এবং কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন ১ বাংলাদেশি । এবারই সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি ব্রিটেনের নির্বাচনে মনোনয়ন পেয়েছেন। ফলে এবারের নির্বাচন নিয়ে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে ব্রিটেনের দিকে
এদিকে এবারের নির্বাচনে একক কোনো দলের আধিপত্য থাকবে না বলেই মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। তবে মূল লড়াইটা লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যেই হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
জানা যায়, এবার ব্রিটেনের পার্লামেন্টে নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশীদের মধ্যে লেবার পার্টির রোশনারা আলী, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আমরান হোসাইন, ফয়ছল চৌধুরী, ড. রূপা আশা হক, আলী আখলাকুল, সুমন হক, লিবারেল ডেমোক্রেটস পার্টির আশুক আহমদ, প্রিন্স সাদিক আহমদ, মোহাম্মদ সুলতান ও কনজারভেটিভ পার্টির মিনা রহমান।
এবারের নির্বাচনে সিলেটি ১০ জন প্রার্থীর বাইরে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা হচ্ছেন লেবার পার্টির প্রার্থী শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং লিবডেম’র প্রার্থী নারায়ণগঞ্জের মেরিনা আহমদ।
এবার বাংলাদেশি প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচন নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের আগ্রহ বেড়েছে অনেক। বিশেষ করে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে নির্বাচনের আমেজ রয়েছে পুরোমাত্রায়। এদিকে নির্বাচনী জরিপে এবার কিছুটা এগিয়ে রয়েছে লেবার পার্টি। তবে পর্যবেক্ষকদের মতে এবার কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। দুইয়ের বেশি দলের সমন্বয়ে কোয়ালিশন সরকার গঠিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ।
প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন