বিপুল ভোটে জয়ী রুশনারা আলী

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

Rusnara-Ali1যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের আবারো লেবার পার্টি থেকে এমপি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী।

রুশনারা লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বাউ এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। রুশনারা পেয়েছেন ৬১ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩২ হাজার তিনশ ৮৭।

রুশনারার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যথূ স্মিথ পেয়েছেন ১৫ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা আট হাজার ৭০।

এছাড়া ৪ হাজার ৯০৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গ্রিন পার্টির অ্যালিস্টার পলসন।

২০১০ সালের নির্বাচনে এ আসনেই সাড়ে ১১ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম এমপি হয়ে ইতিহাস গড়েন রুশনারা। এ আসনের ৮০ হাজার ভোটারের প্রায় অর্ধেকই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাছাড়া দেশটির ছায়া মন্ত্রীও ছিলেন রুশনারা।

প্রতিক্ষণ/এডি/রিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G