৯ নাম্বারের জন্য ১ সিম !

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৮:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

simcardবর্তমানে একটিমাত্র সিম ব্যবহার করেন এমন লোক পাওয়া দুষ্কর। অতিরিক্ত প্রয়োজনে হোক আর ব্যাস্ততার কারণে হোক একাধিক সিমের ব্যবহার যেন স্বাভাবিক বিষয়। আর সে অনুযায়ী মোবাইল ব্যবহারকারীরা একাধিক সিমের স্মার্টফোন ব্যবহার করেন।

আর সিমের পরিমান বেশী হলে একাধিক সংযোগ চালু রাখার জন্য অনেকে আবার একাধিক স্মার্টফোনও ব্যবহার করেন। একই সঙ্গে একাধিক স্মার্টফোন বহনের ঝক্কিও কম নয়।

এছাড়া নিয়ম করে সবগুলো স্মার্টফোনে চার্জ দিতে হয়। এই সমস্যার সমাধানে ববহারকারীদেও কথা মাথায় রেখে এগিয়ে এসেছে স্মাটফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্লাকবেরি।

প্রতিষ্ঠানটি একটি ভাচুয়াল সিম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। এটিতে সর্বোচ্চ ৯টি নম্বর ব্যবহার করা যাবে। ব্লাকবেরি তাদের নতুন এই সেবাটি চালু করার জন্য বিভিন্ন টেলিকম সংস্থা ও ট্রাইয়ের সঙ্গে আলাপ-আলোচনা করছে।

ব্লাকবেরী সূত্রে জানা গেছে, আফ্রিকার কয়েকটি দেশে একটি পাইলট প্রকল্পও চলছে। যেখানে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়েছে। সেখানে সফলতা পাওয়া গেছে। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরেই ভারতেও এই সেবা চালু হবে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G