মাংসখেকো উদ্ভিদ

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

pitcher-plant-frog-03-375x250পৃথিবীতে বৈচিত্র্যের শেষ নেই।উদ্ভিদ জগতেও রয়েছে নানা বৈচিত্র্য ও রোমাঞ্চ জাগানো প্রজাতি। এমন কিছু উদ্ভিদ আছে যেগুলোআলো, বাতাস আর বিভিন্ন খনিজ ছাড়াও পোকামাকড় খায়।

ছোট ছোট কীটপতঙ্গ খেয়েই মাংসের চাহিদা মেটায় এমন ভয়ঙ্কর মাংসাশী উদ্ভিদের নাম পিচার প্লান্ট বা কলস উদ্ভিদ। পৃথিবীতে মোট ৮০ প্রজাতির কলস উদ্ভিদ আছে।

মাংসখেকো উদ্ভিদগুলোই উদ্ভিদ প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে স্বীকৃত। মানুষখেকো উদ্ভিদের কথা প্রচলিত থাকলেও এর শক্ত কোন প্রমাণ নেই। আর এ কলস উদ্ভিদ দেখা যায় ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মাদাগাস্কর এবং দক্ষিণ আমেরিকার কিছু কিছু অঞ্চলে।

7945738164_5238aef77c_bকলস উদ্ভিদের পাতা দেখতে অনেকটা কলসের মতো। এর মাথায় ঢাকনার মতো আরেকটা শাখাপত্র থাকে। কলস উদ্ভিদের কলসের মুখটা লাল রংয়ের ফুলের মতো বলে, সহজেই পোকামাকড় আকৃষ্ট হয়।

এছাড়া মুখে মধু উৎপন্ন হয় আর এই মধুর লোভে কীটপতঙ্গ এসে ভিড় করে কলসের মাথায়। মধুর লোভে কীটপতঙ্গ একেবারে কলসের ভেতরে ঢুকে পড়ে।

কলসের ভেতরের দেয়াল এতটাই মসৃণ একবার কোনো কীটপতঙ্গ তার ভেতর পড়লে আর উঠতে পারে না। কলসের ভেতর জমে থাকা পানি আর চটচটে এক ধরনের পদার্থ কীটপতঙ্গকে পুরোপুরি আটকে ফেলে। তারপর ওই কীটপতঙ্গের দেহ শুষে প্রোটিন সংগ্রহ করে এই কলস উদ্ভিদ।

তথ্য সূত্র: ইন্টারনেট

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G