সিলেটে হরতাল পালিত

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hortalগণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে সিলেট নগরীতে আধাবেলার হরতাল পালিত হয়েছে।

বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করে প্রগতিশীল ছাত্রজোট।

এদিকে হরতালের সমর্থনে সকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। এটি প্রধান সড়ক ঘুরে আম্বরখানায় গিয়ে শেষ হয়।

শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবিতে সিলেটের সুবিদবাজারে মানববন্ধন হয়েছে। এতে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের গাফিলতির কারণে একের পর এক হত্যার ঘটনা ঘটছে।

উল্লেখ্য, মঙ্গলবার সিলেট নগরের সুবিদ বাজার এলাকায় নিজ বাসা থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্লগার অনন্তকে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি সিলেট গণজাগরণ মঞ্চের একজন অন্যতম সংগঠক মুক্তমনা লেখক ও ব্লগার ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G