‘কম্পিউটার’ ৭০০ টাকায়!

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ৮:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩১ পূর্বাহ্ণ

comএক গিগাহার্জ প্রসেসর, র‍্যাম ৫১২ , ৪ জিবি মেমোরির কম্পিউটারের দাম মাত্র ৭০০ টাকা। ‘চিপ’ নামক ম্যাচ বাক্সের সমান আকৃতির কম্পিউটারটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠান নেক্সট থিং কর্পোরেশন।

 বছর দুয়েক আগে প্রযুক্তি বিশ্বে বিপ্লব নিয়ে আসে ক্রেডিট কার্ডের সমান আকৃতির কম্পিউটার প্যাসবেরি পিআই।

কম্পিউটার সম্পর্কে মানুষের ধারণায় পরিবর্তন আনে এই প্রযুক্তি। মাত্র ২৫ ডলারের কম্পিউটারটিকে টেক্কা দিতেই বাজারে এসেছে ‘চিপ’। কারণ প্রযুক্তি ও আকৃতিতে দুই ক্ষেত্রেই ‘চিপ’ এগিয়ে। দামেও কম।

নেক্সট থিং করপোরেশনের তরুণ প্রযুক্তিবিদরা জানান, ম্যাচ বাক্সের আকৃতির ‘চিপ’ কম্পিউটারকে যে কোনো ভিডিও বা এইচডিএমআই অ্যাডাপটারে যুক্ত করতে হয়।

কোনো পর্দা (ডিসপ্লের) বা টেলিভিশনের সঙ্গে অ্যাডাপ্টর দিয়ে যুক্ত করলেই এটি হয় পূর্ণাঙ্গ কম্পিউটার। ডিসপ্লেটি কম্পিউটারের মনিটরের মতো কাজ করে। পরে যুক্ত করতে হয় ইনপুট ডিভাইস (মাউস, কিবোর্ড)।

চিপের মধ্যে আছে লিনাক্সভিত্তিক মুক্ত অপারেটিং সিস্টেম। তাই যে কোনো মুক্ত প্রোগ্রাম এতে চালানো যায়।

আর চিপের ইন্টারনাল মেমোরিতে ১১টি প্রোগ্রাম দেয়া থাকে।

এ ছাড়া পকেট চিপ নামক মোবাইলের মতো একটি যন্ত্রাংশের সঙ্গে ‘চিপ’ যুক্ত করলে এটি বহনযোগ্য কম্পিউটারে পরিণত হবে।

তথ্য সূত্র: মেইকজেইন

এরকম আরো কিছু নিউজঃ


## চার্জার ছাড়াই স্মার্টফোনে চার্জ

## উন্মুক্ত হলো স্কাইপ ট্রান্সলেটর

## ৯ নাম্বারের জন্য ১ সিম !

## বাতাসেই চলবে গাড়ি

## আসলে ওরা ইন্টারনেটে কি দেখে?


প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G